আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন। শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদুল্লা কায়সার ও জহির রায়হান স্মরণে স্বরচিত কবিতা পাঠ তাঁদের নিজ জন্মভূমি শহীদুল্লা ও রায়হান স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জাতীয় কবি পরিষদ ফেনী জেলা শাখার এই আয়োজনে ফেনীর সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের মজুপুর গ্রামে দুই সহোদরের শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের পৃষ্ঠপোষকতায় কবি ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি উত্তম দেবনাথের সঞ্চালনায় কায়সার ও রায়হানের জীবনীর প্রবন্ধ পাঠ করেন কবি বকুল আক্তার দরিয়া।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, কবি উত্তম দেবনাথ, কবি ওবায়েদ মজুমদার, কবি ইকবাল আলম, কবি সাইফ উদ্দিন শাহীন, কবি আবদুল ওয়াদুদ ভূঁইয়া ও কবি সুধীর সরকার দিলু। এছাড়াও আছরের নামাজের শেষে স্থানীয় মসজিদে দুই সহোদরের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।
এসময় শহীদুল্লা ও রায়হানের মামাতো ভাই গোলাম সারওয়ার জাহান ভূঁইয়া শাহীন, স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল গফুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী নিজেদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাংলাদেশ ও বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে মেতে ওঠে। এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার, আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।